বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে হামলা হয়েছে। তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান এমিলি এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।
এমিলি বন্ধুর কাছ থেকে এমন বার্তা পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার বাসায় কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।
মামুনুল ইসলাম নিজে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কয়েকজনের একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাসায় হামলা করে। তার আগে তারা জায়গা দখল করতে গেলে আমি বাধা দেই। সেজন্যই তারা অতর্কিতভাবে আমার বাসায় হামলা চালায়।
কারা হামলা করেছে চিনতে পেরেছেন? এমন প্রশ্নের উত্তরে মামুনুল বলেন, কামাল, মুক্তি, ওয়াদুত এবং ফয়সাল। দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির। তারা মাদক কারবারেও জড়িত।
এ বিষয়ে বিস্তারিত জানতে রাতেই চট্টগ্রামের সদরঘাট থানার ওসিকে ফোন দিয়েও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়িতেও হামলা হয়েছে। মাশরাফি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। মামুনুল অবশ্য রাজনীতিতে জড়িত ছিলেন না বলে জানা ক্রীড়া সংশ্লিষ্টদের। মামুনুলের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তাৎক্ষণিক হামলাকারী বা কারণ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.