মানবকল্যান সংস্থা “আবাম ফাউন্ডেশন বাংলাদেশ” এর উদ্যোগে সাম্প্রতিক বন্যায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গত ২২ আগস্ট থেকে নানা ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বন্যা কবলিত ফেনী, ফটিকছড়ি, মিরসরাই ও লক্ষীপুর কিছু এলাকায় পানিবন্দি অসহায় বন্যার্তদের মাঝে প্রায় ৪,০০০ জনের জন্য রান্না করা খাবার ও ৬০০ জনের জন্য শুকনো খাবার বিতরণ করা হয়।
তারই ধারাবাহিকতায় “আবাম ফাউন্ডেশন বাংলাদেশ” এর উদ্যোগে ১ সেপ্টেম্বর মিরসরাই জোরারগঞ্জ বৃন্দাবনপুরের মরগাং সিএনজি স্টেশনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প পরিচালনা করা হয়। এতে সহযোগিতা প্রদান করে ইলেক্টিভা ফাউন্ডেশন ও আবাম ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এই স্বাস্থ্য সেবা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিসিন, চর্ম, গাইনী, শিশু বিষয়ে সেবা প্রদান করা হয়। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন
বাংলাদেশ'র সভাপতি মোঃ শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, আকন্দ হাসান মাহমুদ, মোসাদ্দেকুর রহমান ফয়সাল, আহসান হাবীব, আব্দুল মালেক, হাফেজ ইব্রাহিম, মোঃ ইকবাল হোসাইন চৌধুরী, মোহাম্মদ আরিফ, ইউপি সদস্য মোহাম্মদ মোতালেব ও অন্যান্য সদস্যবৃন্দ। চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাঃ নুরজাহান বেগম, ডাঃ মোহাম্মাদ ইসমাইল, ডাঃ আর্য্যরাজ দত্ত, ডাঃ ইফতেখারুল আলম ও ডাঃ লিমা আক্তার।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.