ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সেই জয়রথ ধরে রাখা হলো না। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরে গেল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে কিঙ্গা ওয়াংচুকের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে ১-১ এ সিরিজ ড্র করেছে ভুটান।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আগের ম্যাচে জয়ের সুখ-স্মৃতি নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভুটান ছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির উচ্চতাও বেশ ভুগিয়েছে লাল-সবুজদের। তবে সব সামলে আক্রমণে ওঠার চেষ্টা চালায় হ্যাবিয়ের ক্যাবরেরা শিষ্যরা। তবে প্রথমার্ধে নিজেদের ভুলে বেশ কিছু সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ফলে গোলশুন্য প্রথমার্ধ রেখে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের লিড নিতে একাধিক আক্রমণ চলালেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষদিকে ভুটানের রক্ষণ ভাঙার চেষ্টার করলেও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। উল্টো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কিঙ্গা ওয়াংচুকের গোলে হারতে হয় বাংলাদেশকে।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.