চট্টগ্রাম জেলাসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।৯ সেপ্টেম্বর, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চট্টগ্রাম জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত এই কর্মকর্তা ২৫ বিসিএস (প্রশাসন) ক্যাডার।
চট্টগ্রাম ছাড়া অন্য জেলার প্রশাসকগণ হলেন, ঢাকা জেলায় তানভীর আহমেদ, ফরিদপুরে মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, সিলেটে পি. কে. এম এনামুল করিম, হবিগঞ্জে ড. মো. ফরিদুর রহমান, ময়মনসিংহে মুফিদুল আলম, শেরপুরে তরফদার মাহমুদুর রহমান, কুষ্টিয়ায় ফারহানা ইসলাম, ঝিনাইদহে মোহাম্মদ আব্দুল আওয়াল, মাগুরায় মো. অহিদুল ইসলাম, রংপুরে মোহাম্মদ রবিউল ফয়সাল, গাইবান্ধায় চৌধুরী মোয়াজ্জম আহমদ, নওগাঁয় মোহাম্মদ আব্দুল আউয়াল, নাটোরে রাজীব কুমার সরকার, পাবনায় মোহাম্মদ মফিজুল ইসলাম, বগুড়ায় হোসনা আফরোজা, জয়পুরহাটে মো. সাইদুজ্জামান, কক্সবাজারে মোহাম্মদ সালাহউদ্দিন, নোয়াখালীতে খন্দকার ইসতিয়াক আহমে, চাঁদপুরে মোহাম্মদ মোহসীন উদ্দিন, গাজীপুরে নাফিসা আরেফীন, কুমিল্লায় মো. আমিরুল কায়সার, মৌলভীবাজারে মো. ইসরাইল হোসেন, খুলনায় মোহাম্মদ সাইফুল ইসলাম ও গোপালগঞ্জে মুহম্মদ কামরুজ্জামানকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.