ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তানভীর রহমান নামের অপর এক বাংলাদেশি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকাকুলাম জাতীয় সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ মোস্তাক টনি (২৩)। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের 'ক্রুত্তিকা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন' (কেআইটিই) কলেজের বিটেক কোর্সের শিক্ষার্থী ছিলেন তিনি।
জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে কোরাইগেট এলাকায় ডিভাইডারে ধাক্কা মারে তার বাইক। এরপর রাস্তায় ছিটকে পড়েন টনি। মারাত্মক অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে দুর্ঘটনায় আহত তানভীর রহমান টুরিস্ট ভিসা নিয়ে ভারত ভ্রমণে গিয়েছিলেন। মূলত দুইটি বাইকে করে চার বন্ধু ভুবনেশ্বর থেকে চেন্নাই যাচ্ছিলেন। একটি বাইকে ছিলেন মোহাম্মদ মোস্তাক টনি এবং তানভীর রহমান। অপর বাইকে ছিলেন মো. হাসিব আলম এবং আসিফ মোহাম্মদ শারো।
মানদাসা পুলিশ থানার সাব ইন্সপেক্টর খাদের ভাশা জানিয়েছেন 'মোস্তাকের বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে থাকা একটি লোহার খাম্বায় ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় তার পেটে গুরুতর আঘাত লাগে। তাকে প্রথমে অন্ধ্রপ্রদেশের হরিপুরম কমিউনিটি হেল্প সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে টেক্কালী হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মানদাসা পুলিশের তরফে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পাশাপাশি একটি দুর্ঘটনা মামলা দায়ের করা হয়েছে।
পিভি/পবর
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.