বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, মেগা চুরির প্রজেক্ট হিসেবে পদ্মা সেতু থেকে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা চুরি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় বক্তৃতা করেন তিনি।
সারজিস বলেন, মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে।
ফ্যাসিস্টের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রত্যাশিত বংলাদেশ পেতে হলে ২৪ স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে। সমন্বয়ক দাবি করে যারা ভাগ নিচ্ছে, তাদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সকারের দালালরা ব্যাংকগুলোতে বসে আছে, তাদের যে কোনো মূল্যে সরাতে হবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সারজিস বলেন, দাড়ি দেখলেই ট্যাগ দিয়েছে, কপালে সিজদার দাগ দেখলে ট্যাগ দিয়েছে, পাঞ্জাবি গায়ে দেখলেই ট্যাগ দিয়েছে, আলেম-ওলামাকে দেশছাড়া করেছে। এর বিচার বাংলাদেশেই করতে হবে।
পিভি/শজ
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.