ব্রাজিলের কাছ থেকে মন বা চোখ ভরানো খেলা অনেকটা দিন ধরেই পাননি দলটির ভক্ত-সমর্থকরা। ২০২২ সালের বিশ্বকাপের পর থেকেই উত্থান-পতনের মাঝ দিয়ে সময় পার করেছে সেলেসাওরা। ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে এরইমাঝে। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা মাঝে কোপা আমেরিকাতেও হতাশ করেছে। তবে ঘরের মাঠে বুধবার পেরুর বিপক্ষে যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা।
ঘরের মাঠে পেরুর জালে ব্রাজিল পুরেছে ৪ গোল । পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বলিভিয়া এবং পেরুকে হারানোর পর এবারই প্রথম টানা দুই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। মাঝে বেশ কিছু ম্যাচে অপরাজিত থাকলেও পরপর দুই ম্যাচে জয় পাওয়া হয়নি সেলেসাওদের।
ভিনিসিয়ুস জুনিয়র নেই। শুরুর একাদশে রাখা হয়নি বিষ্ময়বালকের তকমা পাওয়া এন্ড্রিককেও। পেরুর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে সবচেয়ে বড় ভরসার নাম রাফিনিয়া। বার্সেলোনার হয়ে আছেন দুর্দান্ত ছন্দে। এবার দেশের জার্সিতেও সেই ফর্ম টেনে আনলেন। যদিও গোলটা ব্রাজিল পেয়েছে পেনাল্টি থেকেই।
৩৪ মিনিটের সেই পেনাল্টি সিদ্ধান্ত এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সুবাদে। আর তারও আগে ম্যাচের ২৪ মিনিটে সেলেসাওদের হতাশ করেছে ক্রসবার। এবারও নেপথ্যে সেই রাফিনিয়া। নাম্বার টেন রোলে খেলা এই তারকার দুর্দান্ত ভলি ফেরত আসে ক্রসবার থেকে। তা না হলে হয়ত গোলের ব্যবধান আরেকটু বাড়ত ব্রাজিলের জন্য। ভাগ্যটা অবশ্য ভালো অন্য দিক থেকেও। ১১ মিনিটে গোল হজম করলেও পেরুর গোল বাতিল হয় অফসাইডের কারণে।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.