বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত হাতিটি। আহত হওয়ার পর কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে চিকিৎসাধীন ছিল হাতিটি।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে হাতিটি মারা যায়।
কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্কের চিকিৎসক হাতেম সাজ্জাত মো. জুলকার নাইম জানান, ট্রেনের ধাক্কায় আহত হাতিটির পেছনের ডান পা ভেঙে হাড় বের হয়ে গেছে।
এর আগে রোববার (১৩ অক্টোবর) রাতে লোহাগাড়ার সংরক্ষিত চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আঘাত পায় আনুমানিক ১০ বছর বয়সী মাদি হাতিটি।
চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ৫/৬টি হাতি দলবেঁধে বিচরণ করছিল। সে সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হয়।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.