সহকারী পাবলিক প্রসিকিউটর(A.P.P)হলেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া সেনেরহাট মাস্টার পাড়া গ্রামের হাজী মোহাম্মদ শামসুল ইসলাম কৃতি সন্তান এডভোকেট মোঃ শাহজাহান। বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) সহকারী পাবলিক প্রসিউটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়।
এডভোকেট শাহজাহান লোহাগাড়ার বড়হাতিয় মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা থেকে ২০০৯ সালে দাখিল , ২০১১ সালে আলিম পাশ করেন। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি অনার্স ও এলএলএম মাস্টার্স কমপ্লিট করে চট্টগ্রাম জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবি হিসেবে প্র্যাকটিস করেন। পরে ২০১৮ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হোন।
এছাড়াও পিএসপি ভিশন ২৪ নিউজ ডটকম নামে একটি নিউজ পোর্টালের আইন উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছে।
তিনি বলেন, আমার বাবা-মা, বন্ধু -বান্ধব ও লোহাগাড়া সাতকানিয়াবাসীর দোয়ার কারনেই আমি সহকারী পাবলিক প্রসিকিউটর হতে পেরেছি। আমি লোহাগাড়া সাতকানিয়াসহ বাংলাদেশের অসহায় মানুষকে আইনি সেবা দিতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠায় আমার দায়িত্বশীল অবস্থা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেই সাথে সকলের দোয়াও ভালোবাসা চাই। দাম্পত্য জীবনে ১ কন্যা সন্তানের জনক তিনি।
পিভি/ পবর
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.