লেবাননে ইসরায়েলের হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। তারা সেখানে যুদ্ধের সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন। ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ দিকের শহর হাসবাইয়ায় তাদের আবাসস্থলে হামলা চালালে তারা নিহত হন।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাদের প্রতিবেদনে জানায়, নিহত তিন সাংবাদিকের মধ্যে দুজনই আল মায়াদিন টিভিতে কাজ করতেন। তারা হলেন, ক্যামেরা অপারেটর গাসান নাজার ও ব্রডকাস্ট টেকনিশিয়ান মোহাম্মদ রিডা।
তৃতীয় সাংবাদিক আল-মানারের। এটি হিজবুল্লাহ সংশ্লিষ্ট টিভি চ্যানেল। চ্যানেলটি বলছে, তাদের ক্যামেরা অপারেটর উইসাম কাসিম হাসবাইয়া শহরে বিমান হামলায় নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী হামলার আগে কোনো ধরনের সতর্কতা জারি করেনি। এমনটি মনে করা হচ্ছে, সাংবাদিকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়।
লেবাননের রাজধানী বৈরুতে রাতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ১২টি বিমান হামলা চালায়। রাজধানীর দক্ষিণ দিকে হারেত রেইক, বুর্জ আল- বারাজনাহ, শোফেয়াত ও অঞ্চলে হামলা হয়।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা বোমা হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের আব্বাস আদনান মাসলাম নামে এক কমান্ডারকে হত্যা করেছে।
লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ওই তিন সাংবাদিক ইসরায়েলের অপরাধ বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.