চট্টগ্রামের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক গুম, খুন এবং গুপ্তহত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সরব হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৫ দফা দাবি তুলে ধরেন।
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সিয়াম ইলাহী লিখিত বক্তব্যে বলেন, “গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া নতুন করে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো হলো:
1. গুপ্তহত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি।
2. নতুন হত্যাকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা।
3. স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন।
4. সন্ত্রাস এবং রাজনৈতিক আশ্রয় প্রতিরোধ।
5. ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের সুরক্ষা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এখনও উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করেন, গণহত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় নতুন গুপ্তহত্যার পরিকল্পনা চলছে।
এ সময় উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাফায়াত হোসেন, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আবদুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বায়াত উল্লাহ বায়াত, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির তওসিফ ইমরুজসহ বিভিন্ন ছাত্র প্রতিনিধি।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.