চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের দক্ষিণ মালপুকুর মতির বাপের পাড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের চার সদস্যকে মারধর, শ্লীলতাহানি, লুটপাট এবং ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
গত ২৪ ডিসেম্বর এ ঘটনায় ভুক্তভোগী জেসমিন আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার নং ২৭ (২৫/১২/২৪)।
অভিযুক্তরা হলেন মৃত মফজুল মিয়ার ছেলে মো. আরিফ (৪০), মো. আকাশ (২৬), মৃত কালা মিয়ার ছেলে মঞ্জুর আলম (৬০), মো. শহিদ (৪৫), মৃত আফজল মিয়ার ছেলে রিদুওয়ান (২১), মো. আনোয়ার হোসেন (৩০), মঞ্জুর আলমের ছেলে মো. ফারুক (২৮) এবং অজ্ঞাত আরও ৭-৮ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দুপুরে সম্পত্তি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভুক্তভোগী পরিবারের ওপর হামলা চালায়। তারা প্রথমে জেসমিন আক্তারকে (৩২) হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আনোয়ারা বেগম (৪৫) এবং স্বামী মো. জাহাঙ্গীর আলমকেও (৪৫) পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় তারা জেসমিনের গলায় থাকা ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং ঘরবাড়ি ভাংচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে। এছাড়া জাহাঙ্গীর আলমের পকেট থেকে ১৫ হাজার ৩২০ টাকা ছিনিয়ে নেয়।
জেসমিনের ছেলে মো. জোবায়ের (১৭) তার মা, বাবা ও নানিকে উদ্ধার করতে গেলে তাকেও লোহার পাট্টা দিয়ে আঘাত করা হয়।
হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালানোর আগে ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সীমান্ত পোদ্দার জানান, “অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে। ভুক্তভোগী পরিবার চাইলে হুমকির বিষয়ে আলাদা সাধারণ ডায়েরি করতে পারে।”
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.