ডেস্ক রিপোর্ট: দেশের গণমাধ্যমও চাটুকারিতা করেছে মন্তব্য করে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা (গণমাধ্যম) সত্যি ঘটনা তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেননি। সত্যি ঘটনা তুলে ধরলে, পুলিশের এই অবস্থা হতো না।’ সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র দেওয়া হয়েছে। পুলিশের হাতে ৭ পয়েন্ট ৬২ (রাইফেল) দেখে আশ্চর্য হয়েছি। এটা বোধ হয় ১৫-২০ বছর আগে দেওয়া হয়েছে। পুলিশকে এই মারণাস্ত্র দেওয়া ঠিক হয়নি।
গণমাধ্যম সত্য কথা না বললে দেশ ডুবে যায় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা দেশ ডোবে কখন, যখন গণমাধ্যম সত্যি কথা বলে না, মিথ্যা তথ্য প্রকাশ করে। তথ্যমন্ত্রী (শেখ হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত) লেখাপড়া জানা লোক, উনি বললেন, যা করেছে দুষ্কৃতকারীরা করেছেন। ছাত্রদের আপনি দুষ্কৃতকারী বানিয়েছেন। এসবের বিচার হওয়া উচিত।’
তিনি আরও বলেন, এখানে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মারা যাওয়ার পরও ক্ষমতায় থাকতে চায়। এটা দুঃখজনক, খুবই দুঃখজনক।’
রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে রোববার দুপুরে তিনি এসব কথা বলেন।
চাটুকারেরা এখন কোথায়- প্রশ্ন রেখে সাখাওয়াত হোসেন বলেন, ‘কত বড় চাটুকার চিন্তা করেন, একজন নেতাকে ফুল দিতে দিতে একদম কবর দিয়ে দিচ্ছে। নেতাও খুব আনন্দ পান। আর মিডিয়া না থাকলে উনি (নেতা) কথা বলেন না। মিডিয়া সামনে গেলে চাটুকারেরা আধা ঘণ্টা কথা বলেন। এখন কোথায় গেছেন তাঁরা? কেউ পালিয়েছেন, কেউ আত্মগোপন করেছেন। কারণ, আপনারা (নেতা) জনগণের বিপক্ষে ছিলেন, আপনারা (নেতারা) চাটুকারিতা করেছেন। আপনারা (নেতারা) সঠিক পরামর্শ দেননি। আপনারা হালুয়া–রুটি খেয়েছেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা রাষ্ট্রের পলিটিকস (রাজনীতি) এভাবে হয় না। একজনের ইচ্ছেমতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যা–ই হোক, যার অবদানই থাক। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই। কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে, ত্রিশ লাখ লোক জীবন দিয়ে রাষ্ট্র স্বাধীন করেছে। এই রাষ্ট্র কারও পারসোনাল প্রপার্টি (ব্যক্তিগত সম্পত্তি) না। আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, কারও পারসোনাল প্রপার্টি না। কারও ফ্যামিলির প্রপার্টি (পরিবারের সম্পত্তি) না।’
ছাত্রদের ওপর গুলি চালানোর হুকুমদাতাদের আইনের আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, এখন আমাদের খুঁজে বের করতে হবে কারা পুলিশকে এভাবে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্যটা কী? যেটা হয়েছে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে। হুকুমদাতাদের বেশি ধরা হবে। খুঁজে বের করা হবে কার ভূমিকা কী ছিল।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.