চট্টগ্রামের আনোয়ারায় বাড়ির পাশে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- প্রবাসী হাসান আলীর মেয়ে তানিশা (৮) ও মোরশেদ হোসেনের মেয়ে রুহি (৫)।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে দুই শিশু খেলা খেলার সময় পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে পুকুরে ভেসে উঠলে প্রতিবেশীরা শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, দুই শিশুকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.