অভিমান ভেঙে বীরের মতো জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর চাওয়াতে জাতীয় দলে ফিরতে রাজি হয়েছে তামিম। বৃহস্পতিবার পদত্যাগ করছেন বিসিবি সভাপতি পাপন ঘেরাও করা হবে বিসিবি ভবন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল।
পাপন এবং সাকিবের সাথে দ্বন্দ্বের কারণে নিজ থেকে জাতীয় দল থেকে সরে গিয়েছিল দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। এক সময়ে তামিম যখন দলের ক্যাপ্টেন ছিল তখন ম্যাচ হারায় যেন ভুলে গিয়েছিল বাংলাদেশ। তবে তামিম সরে গেলে বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছিল বাংলাদেশ। সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই তো তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফুল ফিট হিসেবে পেতে আসন্ন পাকিস্তান সিরিজে একাদশে ফেরাতে যাচ্ছে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
জানা যায়, আগামী বৃহস্পতিবার বিসিবি সভাপতি পাপন এর পদত্যাগের দাবিতে বিজেপি ঘেরাও করবে ছাত্র জনতা। আর এমনটা হলে পাপন আর দুই দিন পরেই পদত্যাগ করতে বাধ্য হবে। আর পাপন বিসিবিতে থাকলেও দলে টিকতে পারবে না। হাথুরু আর তাদের পরিবর্তন হলে তামিমের জাতীয় দলে ফেরাটা এখন মাত্র সময়ের ব্যাপার।
জানা যায়, ইতিমধ্যে আসিফ মাহমুদ এর সাথে কথা হয়েছে তামিম ইকবালের। নতুন তরুণ এই উপদেষ্টার কথায় সাড়া দিয়েছিল তামিম। আর সত্যিই এমনটা হলে আসন্ন ভারত সিরিজের প্রথম ম্যাচে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তামিমকে।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.