ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত হয়েছেন।
ইয়েমেনের সেনাবাহিনীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিবের বরাত দিয়ে এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে হামলা হয়েছে।
হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে এসে তাতে বিস্ফোরণ ঘটায়।
আল কায়দার আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা করেছিল একিউএপি। এতে ২ সেনা সদস্য নিহত হয়েছিলেন।
২০০৯ সালে আল কায়দার আরব উপদ্বীপের এই শাখাটি গঠিত হয়েছিল। ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হলে এরা শক্তিশালী হতে শুরু করে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.