চট্টগ্রামঃ গুডলাইফ ফুড প্রোডাক্টস লিমিটেডের অবৈধ অনুমোদনহীন নোংরা ভাবে অসংখ্য প্রোডাক্টস তৈরি হচ্ছে,দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষ যখন শুকনো খাবারের অভাবে জরাজীর্ণ ঠিক তখনই নালা নর্দমার পাশেই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন চলছে শুকনো খাবারের।
যেখানে প্রটিশঠানের বিএসটিআই এর কাগজে রয়েছে দুটি পন্যের অনুমোদন সেখানে কীভাবে প্যাকেটজাত করে তৈরি হচ্ছে অসংখ্য প্রোডাক্ট যার গুণগতমান এবং তা সুস্বাস্থ্যকর কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ যা খেয়ে বন্যারথরা আক্রান্ত হতে পারে নানান রোগে, বলছিলাম বায়জিদ থানাধীন আতুরার ডিপো,আশিকানিয়া আউলিয়া ডিগ্রী কলেজে জমাদার ব্রিজ পাশে গুডলাইফ ফুড প্রোডাক্টস লিমিটেডের কথা।
যেখানে বাংলাদেশের শিশু শ্রম একেবারে নিষিদ্ধ,সেখানেই কোমলমতি শিশুদের নিয়ে কাজ চালছে এই প্রতিষ্ঠানে, যার নেই কোন সুরক্ষা ব্যবস্থা,নেই ফায়ার সার্ভিসের অনুমোদন নেই,।
এই বিষয় নিয়ে ফায়ার সার্ভিস জানায় গুডলাইফ ফুড প্রোডাক্টস লিমিটেডের জানিনা চিনিনা যদিও এরকম ফ্যাক্টরি থেকে থাকে ওই ফ্যাক্টরি কোন অনুমোদন নাই, এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক নজরুল সাথে কথা বলতে চাইলে সে কথা না বলে দেখিয়ে দেয় এক কথিত সাংবাদিককে,সময় গরাতে আরদেরী নেই পর পরই কল আসে এক মালিক পক্ষের লোকের যার নাম কাশেম যে জানায় বসে কথা বলার।
এভাবেই দেশের দুর্গম পরিস্থিতিতে কিছু অসাধু চক্র কার্যক্রম চালিয়ে তুলে নিচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থ, যেখানে নেই তাদের দেশের প্রতি ভালোবাসা ও নেই নিজ দেশের মানুষের স্বাস্থ্যের চিন্তা,তা নিয়ে কথা বলতে গেলেই,টাকার জোরে ক্ষমতার বলে যুগ যুগ ধরে চালিয়ে যাচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠান,যার ফলে ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ রাজস্ব হারাচ্ছে সরকার ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর স্বাধীন দেশে এদেরও সংস্কার চায় সচেতন মহল।
(১)প্রথম পর্ব
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.