পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ের আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিল হোসেন (২৫)। তিনি উপজেলার রাধানগড় ইউনিয়নের বড়দাপ বামনদিঘী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা মিঞা। তিনি বলেন, দুপুরের দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আটোয়ারী বাজারে যাচ্ছিলেন শাকিল হোসেন। এসময় মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।
আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম বলেন, সড়ক দুর্ঘটনায় শাকিলের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে সে আমাদের নিয়মিত আনসার সদস্য না হলেও, সে পূজা ও ভোটের ডিউটি করতো।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.