আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে ফিরছেন রাহুল দ্রাবিড়। আগামী মৌসুমে রাজস্থান রয়্যালস শিবিরে কোচ হিসেবে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী এই কোচকে।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন দ্রাবিড়। দলকে শিরোপা জেতানোর পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। এরপর থেকেই বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে দ্রাবিড়কে কোচ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত রাজস্থানের সঙ্গেই চুক্তি করেছেন তিনি।
নিজের কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় এই রাজস্থানের সঙ্গেই যুক্ত ছিলেন দ্রাবিড়। আবারও সেই পুরোনো ঠিকানাতেই ফিরলেন তিনি। যদিও এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি কিংবা দ্রাবিড়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু বলা হয়নি। তবে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।
২০১২ ও ২০১৩ মৌসুমে রাজস্থান রয়্যালসের কোচ ছিলেন দ্রাবিড়। এরপর ২০১৪, ২০১৫ মৌসুমে দলের টিম ডিরেক্টর ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। ২০২১ সালে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ হন। তার কোচিংয়েই ১১ বছর পর আইসিসি ট্রফি ঘরে তোলে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.