সম্প্রতি একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশুট করেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সেই ফটোশুটের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন এই অভিনেত্রী।
এরপর তৈরি হয় বিতর্ক; ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আক্রমণের মুখে পড়েছেন তামান্না।
এতে বাধ্য হয়ে এসব ছবি সামাজিকমাধ্যম থেকে মুছে ফেলেছেন এই অভিনেত্রী।
এসব ছবির কোনোটিতে দেখা যায়, আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন তামান্না। আবার কোনো কোনো ছবিতে কৃষ্ণের প্রেমে মগ্ন ‘রাধা’ তামান্না।
প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে নেটিজেনদের কেউ কেউ ভূয়সী প্রশংসা করছেন। তবে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ।
নেটিজেনদের দাবি, তামান্না ভাটিয়ার এমন ফটোশুট যৌন উসকানিমূলক! খোলামেলা পোশাক পরে কেন রাধা সেজেছেন তামান্না?
অভিযোগকারীরা একটি বিবৃতিও প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, পণ্য বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতার রং লাগাবেন না! এত স্পর্ধা কোথা থেকে আসে আপনাদের?
বিতর্কের মুখে পড়ে এসব ছবি সরিয়ে নেন তামান্না ভাটিয়া। যদিও বিপণন প্রতিষ্ঠান কিংবা তামান্না এই বিতর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
সম্পাদক ও প্রকাশক :
সহ-সম্পাদক :
ব্যবস্থাপনা সম্পাদক : বাবু প্রমেশ বড়ুয়া (USA)
আইন উপদেষ্টা : এডভোকেট মোহাম্মাদ শাহজাহান
© 2024 PSP Vision. All Rights Reserved.