মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
HomeNewsশারদীয় দুর্গোৎসব: নগরের চার স্থানে হবে প্রতিমা বিসর্জন
spot_img

শারদীয় দুর্গোৎসব: নগরের চার স্থানে হবে প্রতিমা বিসর্জন

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরের চার স্থান সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব। এবার তিথির কারণে মহানবমী পূজার পরই একই দিনে দশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়।

ফলে রোববার শুধু প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সারবেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

পূজার আনুষ্ঠানিকতা না থাকায় রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার অনুরোধ করছেন মহানগর পূজা উদযাপন পরিষদ।

প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের আয়োজন করেছে। পতেঙ্গা সমুদ্র সৈকতে ছাড়াও পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকায় কর্ণফুলীতে, কালুরঘাট এলাকায়, কাট্টলী রানী রাসমনি ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া আনোয়ারার পারকি সমুদ্র সৈকত সহ চট্টগ্রাম জেলা বিভিন্ন উপজেলায় নদী বা পুকুরে বিসর্জন দেওয়া হবে প্রতিমা।

 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১২ টা থেকে প্রতিমা বিসর্জনের কথা রয়েছে। তবে আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য বিসর্জন দেওয়ার স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এদিকে, পতেঙ্গা সমুদ্র সৈকতে বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img