শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
HomeMusicআবেদনের বয়সসীমা ৩৫: তিন কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন চান চাকরিপ্রত্যাশীরা
spot_img

আবেদনের বয়সসীমা ৩৫: তিন কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন চান চাকরিপ্রত্যাশীরা

নিউজ ডেস্ক

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ন্যূনতম ৩৫ বছর করা এবং শর্তসাপেক্ষে উন্মুক্ত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তিন কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছেন।

 

আজ সোমবার সকাল ১০টায় রাজধানী শাহবাগ প্রজন্ম চত্বরে ‘চাকরিতে আবেদনে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন একদল চাকরিপ্রত্যাশী। প্রায় ছয়ঘন্টা অবস্থান কর্মসূচি শেষে বিকেল পাঁচটার দিকে সময় বেঁধে কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন তারা।

চাকরিতে আবেদনে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ সংগঠনের সমন্বয়ক মো. আরিফ সমকালকে বলেন, আমরা অবিলম্বে আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটির বয়স বৃদ্ধির সুপারিশ অনুযায়ী তিন কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছি। সেই পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে।

 

তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব, আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। তারা যেন আমাদের দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি করে। তারা এমন কোনো সিদ্ধান্ত যেন না নেয়, যার কারণে আমাদের আবার মাঠে নামতে হয়।

দীর্ঘদিন থেকে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন একদল চাকরিপ্রত্যাশী। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় অবস্থান কর্মসূচি পালন করেন। এর কিছুদিন পর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি বয়স বৃদ্ধির সুপারিশ করে। তারা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর পর্যন্ত চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির সুপারিশ করেছে।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img