সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
HomeNewsহিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যার দাবি ইসরায়েলের
spot_img

হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। তাকে  হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দখলদার ইসরায়েলের বাহিনী জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে প্রায় সপ্তাহ তিনেক আগে বিমান হামলা চালিয়ে সাফিউদ্দিনকে হত্যা করা হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এবার তার সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিনকেও হত্যার কথা জানাল নেতা নিয়াহুর বাহিনী।

সাফিউদ্দিনের মৃত্যুর বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ৪ অক্টোবর বৈরুতের বিমানবন্দরের পাশে ইসরায়েলি বিমান হামলার পর হিজবুল্লাহ জানিয়েছিল সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বৈরুতে সাফিউদ্দিনের সঙ্গে আলী হুসেইন হাজিমাকেও হত্যা করা হয়েছে। আলী হুসেইন হিজবুল্লাহর গোয়েন্দা কমান্ডার ছিলেন বলে দাবি ইসরায়েলের।

সাফিউদ্দিন নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর একজন আত্মীয়। তিনি হিজবুল্লাহর শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর প্রথম এই হিজবুল্লাহ নেতা জনসমক্ষে এক বক্তব্যে বলেছিলেন ‘আমাদের বন্দুক এবং রকেট আপনাদের সঙ্গে আছে’।

১৯৯০ সালে হিজবুল্লাহয় যোগ দেওয়ার আগে তিনি  ইরানের কোম শহরের ধর্মীয় বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেন। সাফিউদ্দিন ইরানের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছিলেন। তার ছেলে রিদা প্রয়াত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির মেয়েকে বিয়ে করেছেন।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img