শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
HomeNewsকলেজ ফাঁকি দিয়ে পার্কে, ধরা ৪০ শিক্ষার্থী
spot_img

কলেজ ফাঁকি দিয়ে পার্কে, ধরা ৪০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক

গোপালগঞ্জে কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এরমধ্যে ২৬ জন নারী ও ১৪ জন ছেলে শিক্ষার্থী। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত অবস্থায় তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।

তিনি জানান, আটককৃতদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীতেও জেলা শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img