সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
HomeCelebrityবলিউডে যখন যেমন, তখন তেমন: প্রিয়াঙ্কা
spot_img

বলিউডে যখন যেমন, তখন তেমন: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

মুম্বাইয়ে আসা যাওয়া থাকলেও, বলিউড সিনেমায় দূরত্ব বাড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবুও কানে এসেছিল, ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমা দিয়েই নাকি বলি সিনেমাতে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু আচমকাই সেই সিনেমা বাতিল হয়।

 

‘জি লে জারা’ সিনেমার হিসেব না হয় বাদ। কিন্তু যে বলিউড থেকে অভিনেত্রী হয়ে ওঠা, সেই বলিউডকেই সুযোগ পেলে একহাত নিতে ভোলেন না প্রিয়াঙ্কা। বরং হলিউডে বসেই বলিউড ইন্ডাস্ট্রিকে কটাক্ষ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিষ্কার বললেন, বলিউড সিনেমা তৈরি করার সময় কোনও প্ল্যান থাকে না। কিন্তু হলিউড সিনেমার পরিচালকরা একেবারে পেপারওয়ার্ক করেই সিনেমা তৈরি শুরু করেন!

প্রিয়াঙ্কা আরও বলেন, সিনেমা তৈরির ক্ষেত্রে হলিউড খুবই পরিকল্পনা মাফিক এগিয়ে চলে। শুটিংয়ের আগের দিন প্রায় ১০০ টা ই-মেইল আসবে। যেখানে শুটিংয়ের সমস্ত তথ্য দেওয়া হবে। শুধু তাই নয়, কলটাইম মিস করা যায় না। ই-মেইলে লেখা থাকে কতক্ষণ শুটিং চলবে। পুরো ব্যাপারটাই একটা ছকের মধ্যে বাঁধা থাকে।

এই অভিনেত্রী আরও বলেন, কিন্তু বলিউডে কোনও পরিকল্পনা নেই। যখন যেমন, তখন তেমন! আর এই বিষয়টাকে মুম্বাইয়ে খুব ভালো চোখেই দেখা হয়। প্রোফেশনালিজম হলিউড থেকে শেখার মতো।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img