শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
HomeNewsবুদ্ধিমত্তার সঙ্গে যেকোনো হামলার প্রতিশোধ নেবে ইরান: মাসুদ পেজেশকিয়ান
spot_img

বুদ্ধিমত্তার সঙ্গে যেকোনো হামলার প্রতিশোধ নেবে ইরান: মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার ঘটনায় পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনো হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিশোধ নেবে।

শনিবার (২৬ অক্টোবর) ইরানের গণমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রধান নির্বাহী রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘ইরানের শত্রুদের জানা উচিত যে, যোদ্ধা জাতি হিসেবে নিজের মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে ইরান। তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে যেকোনো অন্যায়ের জবাব দেবে। ’

তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের অবস্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি।

ইরান দাবি করেছে, ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে।

তবে ইসরায়েলের এ হামলায় তাদের চার সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী।

দেশের প্রতিরক্ষায় জীবন বিসর্জন দেওয়া শহীদ সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইসরায়েলের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আববাস আরাঘচিও।

শনিবার এক্স-এ তিনি লেখেন, এটি ছিলে বেপরোয়া এবং কাপুরুষোচিত হামলা এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন।

ইসরায়েলের এই হামলাকে ‘বেআইনি ও আগ্রাসী’ অভিহিত করেন আরাঘচি।

ইসলামিক প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের জন্য ইসরায়েল দায়ী করে দৃঢ় অবস্থান নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখে ইসরায়েলের অভ্যন্তরে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। তার প্রতিশোধ হিসেবে শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইরানে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র সাইট ও অন্যান্য সিস্টেম লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় বিস্ফোরণে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img