ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সিদ্ধান্তের বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন।
তিনি বলেন, ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় মুসলিম মর্ডান একাডেমিতে হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
মকবুল হোসাইন বলেন, পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে প্রার্থীকে জানানো হবে এবং ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।