রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন বিজয়নগর এলাকায় মশাল মিছিল করে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’। ওই সময় মিছিলকারীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তখন পাইওনিয়ার রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়।
এই পরিস্থিতির মধ্যেই আগামীকাল শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ওই সমাবেশে ডেকেছে তারা।
অন্যদিকে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা করে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’। এ অবস্থায় উদ্বেগ দেখা দেওয়ায় ডিএমপির পক্ষ থেকে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি হলো।