শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
HomeCelebrityকে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, এগিয়ে ট্রাম্প নাকি কমলা
spot_img

কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, এগিয়ে ট্রাম্প নাকি কমলা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় কমলা-ট্রাম্পের পরস্পরিরোধী আক্রমণে জমে উঠেছে প্রচার-প্রচারণা। চূড়ান্ত ভোটগ্রহণে আর মাত্র দুদিন বাকি। সারাবিশ্বই এই নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। এবারের নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে তীব্র লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে আইওয়া অঙ্গরাজ্যের একটি জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস। সর্বশেষ ঐ জরিপের ফলাফল থেকে জানা যাচ্ছে বেশিরভাগ নারী ভোটারই কমলার প্রতি সমর্থন জানিয়েছেন। অথচ ঐ অঙ্গরাজ্যে ২০১৬ এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন বলা যায়।

শনিবার আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকমের ঐ জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে ৮০৮ জন ভোটার অংশ নেন। গত মাসের ২৮ থেকে ৩১ তারিখের মধ্যে এই জরিপ চালানো হয়। জরিপের ফলাফল বলছে, কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ মানুষ এবং ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প। তবে এসব জরিপের ফলাফল একেবারেই ত্রুটিমুক্ত নয় এবং এটার ওপর নির্বাচনের ফলাফলও নির্ভর করছে না। নির্বাচনের আগের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে এ ধরনের জরিপ করা হয়। এর আগে গত সেপ্টেম্বরে ওই অঙ্গরাজ্যের এক জনমত জরিপে ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প।

ঐ জরিপে দেখা গেছে, নারীরা বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে। ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্টে এবং ২০২০ সালে ৮ পয়েন্টে জিতেছিলেন ট্রাম্প।

এদিকে অন্য একটি জরিপে কমলার চেয়ে ট্রাম্প এগিয়ে আছেন। গত ১ ও ২ নভেম্বর পরিচালিত এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্সের ওই জরিপে কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।

এই জরিপের তথ্য অনুযায়ী, পুরুষ এবং স্বনির্ভর ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি জোরালো সমর্থন রয়েছে। তবে ৩০ বছরের কম বয়সী ভোটাররা কমলাকে সমর্থন জানিয়েছেন। শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ের হাসি কে হাসবেন তাই এখন দেখার অপেক্ষা।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img