শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
HomeNewsমহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট
spot_img

মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট

নিউজ ডেস্ক

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন ও মহাখালী আমতলী সড়ক অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা।  

তিতুমীর কলেজের ছাত্র সিয়াম বলেন, অনেক দিন ধরে আমাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছি। তবে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না।

দাবি না আদায় হওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না বলেও জানান তিনি।

ভোগান্তিতে পড়া যাত্রীরা বলেন, দেশে যেন এখন মানুষের দাবি আদায়ের খই ফুটছে। গত ১৬ বছরে কেউ-কোনো কথা বলে নাই। এখন একটু-কিছু হলেই দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ। এর ফলে সাধারণ জনগণ পড়েছেন ভোগান্তিতে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে অবরোধ করেছেন। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

যানজট কমানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img