
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ৫১৭.৭৪ কোটি টাকা বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের সম্পদ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
২০ মার্চ ব্যাংকটি তাদের ওয়েবসাইটে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে সম্ভাব্য ক্রেতাদের ২৪ এপ্রিলের মধ্যে প্রাইস কোটেশন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। নিলামটি ২০০৩ সালের মানি লোন কোর্ট আইনের বিধান অনুযায়ী পরিচালিত হবে।
নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউসিবি ঋণ হিসেবে দেওয়া মোট ৭৫৫.২৪ কোটি টাকা আদায়ের জন্য তিনটি কোম্পানির সম্পদ নিলামে তুলছে। সব নিলামই ব্যাংকের মহাখালী শাখা থেকে জারি করা হয়েছে।
সাইফ পাওয়ারটেক ছাড়াও নিলামে থাকা অন্য দুটি কোম্পানি হলো—ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড, যার ১৯৭.৬৯ কোটি টাকা এবং ম্যাক্সন পাওয়ার লিমিটেড, যার ৩৯.৮১ কোটি টাকা বকেয়া ঋণ রয়েছে।
এই ঋণের পরিমাণের মধ্যে ১৮ মার্চ পর্যন্ত গণনা করা সুদ অন্তর্ভুক্ত রয়েছে। নিলামের আওতায় নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত দুটি বন্ধকী জমি বিক্রি করা হবে, যার মোট পরিমাণ ৫৭.৫৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋণ পরিশোধের লক্ষ্যে এসব সম্পত্তি বিক্রি করা হবে।
ইউসিবির মহাখালী শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, ব্যাংকের বারবার অনুরোধ সত্ত্বেও কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ঋণের অর্থ পরিশোধ করেনি। তাই পাওনা আদায়ে ব্যাংকিং নিয়ম অনুযায়ী নিলামের মতো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং ম্যাক্সন পাওয়ার লিমিটেডের চেয়ারম্যানও। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে, সাইফ পাওয়ারটেকের প্রধান আর্থিক কর্মকর্তা হাসান রেজার প্রতিক্রিয়া জানতে টিবিএস-এর পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল বা হোয়াটসঅ্যাপ বার্তার জবাব দেননি।