রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
HomeNewsবাসে ছাত্রদের হাফভাড়া ৭ দিন, ভোর ৬টা থেকে রাত ১২টা
spot_img

বাসে ছাত্রদের হাফভাড়া ৭ দিন, ভোর ৬টা থেকে রাত ১২টা

নিউজ ডেস্ক

ঢাকা মেট্রো এলাকাসহ দেশের সকল মেট্রো এলাকায় সপ্তাহে ৭ দিন বাসে ছাত্রদের হাফভাড়া কার্যকর হয়েছে। আজ (সোমবার,২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (২৪ সেপ্টেম্বর) থেকে দেশের সব মহানগরে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হাফভাড়া কার্যকর হবে। এতে উল্লেখ করা হয়েছে, হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত বা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রো এলাকাসহ দেশের সকল মেট্রো এলাকায় চলাচলরত সিটি সার্ভিসের বাসে ছাত্রদের হাফভাড়া ও সড়ক পরিবহন সেক্টরে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি (বিআরটিএ)’র কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ এবং নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) প্রতিনিধিদের সাথে গত ১ সেপ্টেম্বর সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলেন, বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সপ্তাহে ৫ দিন (শুক্রবার, শনিবার ছাড়া) বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করে। যা এখনও বলবৎ আছে।

 

ওই সভায় নিসআ’র নেতারা বাসে শিক্ষার্থীদের ৫ দিনের স্থলে ৭ দিন হাফভাড়া কার্যকর করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কাছে অনুরোধ জানান।

 

এই আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেওয়া সিদ্ধান্তগুলো হলো…

 

১) বাসে ছাত্রদের হাফভাড়া সপ্তাহে ৫ দিনের স্থলে ৭ দিন। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে (সকাল ৬ টা থেকে রাত ১২ টা)।

 

২) হাফ পাস এর জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়-পত্র সঙ্গে রাখতে হবে।

 

৩) এই সিদ্ধান্ত ঢাকা মেট্রো এলাকাসহ দেশের সকল মেট্রো এলাকায় চলাচলরত সিটি সার্ভিসের বাসে কার্যকর থাকবে।

 

পিভি/পবর

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img