সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
HomeNewsচান্দগাঁওয়ে টার্ফ নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় আসামী গ্রেফতার
spot_img

চান্দগাঁওয়ে টার্ফ নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক

নগরীর চান্দগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে চাঞ্চল্যকর জুবায়ের হত্যা মামলার আসামি মোঃ তারেক কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ তারেক নগরীর চান্দগাঁও এলাকার মোঃ রফিকের ছেলে। নিহত জুবায়ের উদ্দিন বাবু (২৬) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা এবং সিটি গেইট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

 

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ মাঠ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়। নিহত জুবায়ের উদ্দিন বাবু উক্ত স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করছিলেন।

 

স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন শেষে খেলার শুরুর পূর্ব মূহূর্তে মোঃ তারেক এবং তার অন্যান্য সহযোগিরা স্পোর্টস জোনের মালিক পক্ষের সাথে পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনে প্রবেশ করে অতর্কিতভাবে চান্দগাঁও স্পোর্টস জোনের টার্ফে অবস্থান করা মালিক পক্ষ, আয়োজক কমিটির লোকজনসহ সাধারণ দর্শকদের উপর হামলা করে।

 

এ সময় ভিকটিম জুবায়ের উদ্দিন বাবুসহ বেশ কয়েকজন সাধারণ দর্শক গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।

 

পরর্বতীতে মাঠে থাকা অন্যান্য দর্শকরা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উক্ত ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় ৪০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব ৭।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দঁগাও থানায় হস্তান্তর করা হয়েছে।

 পিভি/পবর

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img