সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
HomeNewsবাংলাদেশ-ভারত শেষ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা
spot_img

বাংলাদেশ-ভারত শেষ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই ম্যাচে প্রতিপক্ষ হতে পারে শুধু ভারতই নয়, বৃষ্টিও!

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু শুক্রবার (১১ অক্টোবর) বৃষ্টিপাতের কারণে মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হয়, ফলে ক্রিকেটাররাও অনুশীলন করতে পারেননি। বাংলাদেশ দলের বিকেলের অনুশীলনও বাতিল করতে হয়েছে।

ম্যাচের দিন হায়দরাবাদে বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া বিষয়ক সাইট অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, শনিবার সকালে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ, যা সকাল ৯টা পর্যন্ত বাড়তে পারে। তবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

যদিও খেলা চলাকালে বৃষ্টি না থাকলেও, আগে ভারি বর্ষণে মাঠে পানি জমে যেতে পারে, যা টস ও ম্যাচের নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হওয়ার আশঙ্কা সৃষ্টি করছে। তবে হায়দরাবাদ স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট ভালো, তাই পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে বৃষ্টির মাত্রার ওপর।

এর আগেও ভারত সফরের টেস্ট ম্যাচগুলোতে বৃষ্টির বাঁধার মুখে পড়েছিল বাংলাদেশ দল। এবারও আবহাওয়া কি রঙিন করে তুলবে, নাকি বাংলাদেশকে বৃষ্টির বাধা ডিঙিয়ে মাঠে নামতে হবে, সেটাই দেখার অপেক্ষা।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img