আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৬ বসতঘর।সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কৈখাইন উত্তরপাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কৈখাইন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখা যায়।
ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো পরিবার এখন নিঃস্ব।
আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা মংসুইনু মারমা বলেন, ভোররাতে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার চেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।