বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
HomeNewsচকরিয়ায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১
spot_img

চকরিয়ায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রাত ২ টার দিকে চকরিয়ার বরইতলি বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন।

নিহত আবুল কালাম আজাদ চট্রগ্রামের সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমেদের পুত্র। তিনি চট্রগ্রাম টেরি বাজারস্থ মোনালিসা শপিং মলের স্বত্বাধিকারী।

হারবাং হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন, রাত ২ টার দিকে কক্সবাজারগামী ট্রাক ও চট্রগ্রামগামী কার চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় আসলে ট্রাক ও কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় কারে থাকা ২ জন আরোহী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্যজন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তিনি আরো বলেন, কার ও ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক পালাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img