
চট্টগ্রামের সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গণপিটুনির শিকার হয়েছেন। মো. জসিম উদ্দিন জিসান (৩৬) নামের ওই নেতা ঈদ উপলক্ষে নিজ গ্রামের বাড়িতে ফিরে আসলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কান্তার পাড়ায় এ ঘটনা ঘটে। জিসান কেঁওচিয়া ইউনিয়নের কান্তার পাড়ার আহমদ নবীর ছেলে এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন জিসান। তবে ঈদ উদযাপনের উদ্দেশ্যে রবিবার তিনি নিজ গ্রামে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান।
আরও জানা গেছে, গত ৪ আগস্ট কেরানিহাট চত্বরে ছাত্র-জনতার এক মিছিলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় জিসান ৫৮ নম্বর আসামি ছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “জিসান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। রবিবার রাতে পরিবারের সদস্যদের জন্য জামা-কাপড় নিয়ে বাড়িতে গেলে এলাকাবাসী তাকে আটক করে মারধর করে। পরে তার স্বজনরা তাকে চমেক হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিসান চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।