
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী দেওয়ানহাট এলাকায় আবারো পূরবী বাসের বেপরোয়া গতির বলি হলো একটি ব্যাটারি চালিত রিকশা। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালকসহ মোট তিনজন। আহতদের মধ্যে রিকশাচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দেওয়ানহাট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারি চালিত রিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।
আহতরা হলেন—রিকশাচালক জাহাঙ্গীর আলম (২২), পিতা মুন মিয়া, গ্রাম খাগরিয়া ৪নং ওয়ার্ড; যাত্রী মো. ইমরান (২০), পিতা বাদশা মিয়া, খাগরিয়া ৩নং ওয়ার্ড; এবং মো. মোরশেদ (৩৫), পিতা সুজা মিয়া, খাগরিয়া ১নং ওয়ার্ড।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত রিকশাচালক জাহাঙ্গীর ও যাত্রী ইমরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, এর আগেও গত ১৩ মার্চ দোহাজারী সদরে পূরবী বাসের ধাক্কায় দুই ভাইবোন ও এক রিকশাচালক প্রাণ হারান। বারবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।