শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
HomeNewsকাতারের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
spot_img

কাতারের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের দোহায় বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যার লক্ষ্য দেশের কিছু গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ আকর্ষণ করা।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মালদ্বীপের একজন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, মালয়েশিয়ার একজন প্রাক্তন মন্ত্রী, কাতার রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার এবং বেশ কয়েকজন ধনী অনাবাসিক বাংলাদেশির মতো উল্লেখযোগ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ সময় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছে, যেখানে সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হবে।

তিনি বলেন, আমরা বিশ্বের একটি শীর্ষ উৎপাদনশীল দেশ হতে চাই। সরকার এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশের একটি অফার করছে।

বিনিয়োগকারীরা উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং ও পর্যটনের মতো খাতে সুযোগ অন্বেষণে আগ্রহ প্রকাশ করেছেন, বিশেষ করে কক্সবাজারের মতো পর্যটন জেলায় বিনিয়োগ করতে চান তারা।

প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img