
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নির্বাচন আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, ফোরামের মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সভায় ফোরামের নির্বাহী কমিটির সদস্য আইয়ুব আলী, লোকমান চৌধুরী, জালাল উদ্দিন সাগর, সাইফুল্লাহ চৌধুরী, মনিরুল ইসলাম পারভেজ, কামাল পারভেজ এবং জুবায়ের সিদ্দিকী নির্বাচনী প্রক্রিয়া ও সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার কামরুল হুদা এবং নির্বাচন কমিশনার মুজাহিদুল ইসলাম ও ভূপেন দাশ উপস্থিত ছিলেন।