চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) রাত নয়টার দিকে লাভ লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, সাবেক চসিক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে রাত নয়টার দিকে লাভ লেইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সোয়া নয়টার দিকে নগরের কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।