সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
HomeNewsথমথমে বঙ্গভবন এলাকা, কড়া নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী
spot_img

থমথমে বঙ্গভবন এলাকা, কড়া নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গতরাতে আন্দোলনের পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে সামনে। বুধবার (২৩ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ও তার আশপাশের এলাকায় কাঁটাতার ও ব্যারিকেড বসিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হলেও এখন পর্যন্ত উৎসুক জনতা বাদে তেমন কোনো জমায়েত দেখা যায়নি। সাধারণ মানুষের এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ কেউ দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছেন। মাঝেমধ্যে উৎসুক জনতার ভিড় বেড়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিচ্ছেন।

নিরাপত্তা জোরদারে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী বঙ্গভবনের সামনের এলাকাসহ আশেপাশে মোতায়েন রয়েছে এপিসি ও জলকামান।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img