অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত এসব সচিবকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে পদায়ন করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চুক্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে, ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জন-বিভাগে, এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নিয়োগ দেওয়ার তিন দিনের মাথায় মো. মোকাব্বির হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।
গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নিয়োগ পান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন। ওইদিনই জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে মোকাব্বিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বদলি করে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছিল। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে গত ৪ দিন আগে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করে। সেখানে থেকে ফের তাকে গতকাল সরিয়ে দেওয়া হলো।
অন্যদিকে শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব ) করা হয়েছে।
পাঁচজনকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে গত কয়েকদিনে ব্যাপক রদবদল আনা হয়েছে। আওয়ামীপন্থি হিসেবে পরিচিতি কর্মকর্তাদের সরিয়ে সেখানে তুলনামূলক নিরপেক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।