চট্টগ্রামের পটিয়া উপজেলায় অটোরিকশা উল্টে লরির সঙ্গে সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজনের প্রাণ গেছে।
শনিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লিটু কুমার ধর (৩০), তার বাবা শ্রীকান্ত ধর (৬৫) ও অটো রিকশা চালক আলী আজগর (৩০)।
স্থানীয় সাংবাদিকরা জানান, শ্রীকান্ত ও তার ছেলে পটিয়ার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার বাড়ি থেকে অটোরিকশায় শহরে যাচ্ছিলেন। পথে আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সেটি উল্টে যায়।
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট আলাউদ্দিন পি এস পি ভিশন নিউজকে বলেন, “অটোরিকশাটি উল্টে পাশের লেইনে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই লিটুর মৃত্যু হয়।”
বাকি দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যান।