ইসরায়েল সেনাবাহিনীতে এবার পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান হারজি হালেভি। এনিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন। তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন। খবর আনাদুলু এজেন্সি।
চলতি বচরের ডিসেম্বরের দিকে তিনি পদত্যাগ করতে পারেন বলে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা মোকাবিলায় ব্যর্থতার দায়ে নিয়ে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। ইসরায়েলি টেভিলিশন ট্যানেল ১২ তে বলা হয়েছে, এ বছরের শেষেই সেনাপ্রধান প্রদত্যাগ করবেন।
ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।
সারিয়েলে ইসরায়েল সেনাবাহিনীর সাত শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনিও ৭ অক্টোবরের ব্যর্থতার দায় কাধে নিয়ে পদত্যাগ করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে ইউনিট কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়।
গত তিন মাসে ইসরায়েল সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।
পিভি/শজ