চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে দীর্ঘ ৭০ বছর পর শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’ আছড়ে পড়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ব্যাপক শক্তি নিয়ে ঝড়টি সরাসরি আঘাত হানে। খবর রয়টার্স
রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ঝড়টি ১৫১ কিলোমিটার গড়িতে আঘাত হেনেছে। সাংহাই শহরে প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ বসবাস করে। ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়া আঘাত হানার পর এবার আঘাত হানল বেবিনকা।
সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই দুর্লভ বিষয়। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক দিকে ক্যাটাগরি ৪ এর সুপার টাইফুর ইয়াগি আঘাত হানে।
এদিকে টাইফুন বেবিনকার আঘাতে রোববার রাত থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া এ শহরের কিছু রেলওয়ে সেবাও বন্ধ রাখা হয়েছে। চীনে এমন এক সময় এই ঝড় আঘাত হেনেছে যখন দেশটিতে শরৎ উৎসবের জন্য তিনদিনের সরকারি ছুটি চলছে।
শক্তিশালী টাইফুনের আঘাতে রিসোর্ট, পার্কসহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ফেরি চলাচলও।
পিভি/পবর