সাতক্ষীরায় সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার (৪ অক্টোবর) ভোমরা ও কলারোয়া সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজির ছেলে জসিম উদ্দিন (৩৮), সাতক্ষীরা লক্ষ্মীদাড়ী গ্রামের আসাদুল সরদারের ছেলে বিলাল হোসেন (২৩), সাতক্ষীরার ভোমরা এলাকার আব্দুল মজিদের ছেলে মো. শামছুজ্জামান (৩৯), শরীয়তপুর জেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪) ও ফরিদপুর জেলার মৃত আয়নাল উদ্দিন শেখের ছেলে মো. মামুন (৩৩)।
সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করবে, এমন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির নায়েব সুবেদার আমির হোসেনের নেতৃত্বে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোটরসাইকেল জব্দ করা হয়। একই দিনে কলারোয়ার হিজলদী বিওপির সুলতানপুর মাঠ থেকে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
পিভি/পবর