শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
HomeNewsমেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব
spot_img

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন বাকি ২ স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ। অন্য গোলটা এসেছে আলভারেজের বদলি নামা থিয়াগো আলমাদার পা থেকে। ৬ গোলের এই জয়ের সুবাদে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের আধিপত্য আরও শক্ত করল আর্জেন্টিনা।

চোট থেকে ফেরার পর এটি ছিল আর্জেন্টাইন অধিনায়ক মেসির দ্বিতীয় ম্যাচ। বয়স কোনো বাধা নয়, তিনি যে এখনও অপরিহার্য সেটার প্রমাণ দিয়েছেন ৩টি ফিনিশিং আর ২ অ্যাসিস্টে। স্বভাবসুলভ সৃষ্টিশীলতাই ফুটে উঠে এই ম্যাচে। ১৯তম মিনিটে ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজের ভুলের সুযোগটাই নেন তিনি। আসে প্রথম গোল।

তারপর বলিভিয়া গোলকিপার বেশ কয়েকটি সেভ করলে ব্যবধান বাড়তে সময় লাগছিল তাদের। বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম আবারও প্রাণ ফিরে পায় ৪৩ মিনিটে। বাড়ে ব্যবধান। এবার মেসির ক্রস থেকে স্কোর ২-০ করেছেন লাউতারো মার্টিনেজ। বিরতির ঠিক আগে মেসির বানিয়ে দেওয়া বলে স্কোর ৩-০ করেন হুলিয়ান আলভারেজ।

দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। বিরতির পরই ব্যবধান বাড়তে পারতো। নিকোলাস ওটামেন্ডি হেড করলেও সেটা বাতিল হয় অফসাইডে। তবে ৪র্থ গোলের জন্য স্বাগতিকদের খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। ৭০ মিনিটে বদলি হয়ে নামা থিয়াগো আলমাদা নাহুয়েল মলিনার পাস থেকে চতুর্থ গোলটি তুলে নিয়েছেন।  তারপর তো দর্শনীয় পারফরম্যান্স আর স্বভাবসুলভ দক্ষতায় ৮৪ ও ৮৬ মিনিটে আরও দু’বার জালে বল পাঠান মেসি। তুলে নেন হ্যাাটট্রিক। যেখানে সঙ্গী ছিল বল নিয়ে মেসির চিরচেনা সেই কারিকুরি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের এই ম্যাচে আসলে ৫ গোলে অবদান মেসির। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৩টি হ্যাটট্রিকের গৌরবও এখন ৩৭ বছর বয়সী এই কিংবদন্তির।

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা বাছাইয়ে ২২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। কলম্বিয়ার চেয়ে তারা ৩ পয়েন্ট এগিয়ে।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img