দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১০ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর আল জাজিরার।
সেখানকার বাড়িঘর ও একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এটি ১৯৯৬ ও ২০০৬ সালেও ইসরায়েলি গণহত্যার সাক্ষী হয়েছিল।
এটি লেবাননে টানা হামলার সর্বশেষ ঘটনা। এক দিনে ইসরায়েলের হামলায় লেবাননে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সীমান্ত সংঘাত শুরু হয়। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে। লেবানন থেকেও ইসরায়েলে হামলা চলছে।
হিজবুল্লাহ নেতা নাইম কাসেম এক ভিডিও ভাষণে ইসরায়েলের উদ্দেশে বলেন, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের ফিরে আসার সমাধান হলো লেবানন ও গাজায় যুদ্ধবিরতি।
এদিকে মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলায় ৬১ জনের প্রাণ গেছে। এর মধ্যে আবু তামিয়া পরিবারের ১০ সদস্য রয়েছেন।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৪২ হাজার ৩৪৪ জন নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৯ হাজার ১৩ জন।