চট্টগ্রাম বন্দর থেকে বিস্ফোরক পদার্থ ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ নিয়ে পুলিশি পাহারায় দিনাজপুরের পথে রওনা হয়েছে চারটি কাভার্ডভ্যান।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ার গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উদ্দেশে রওনা হয় গাড়িগুলো। পথিমধ্যে ইন্সপেক্টর মো. মজিবুল হকের নেতৃত্বে পুলিশের ১৪ জন সদস্য পাহারায় রয়েছেন। এই বহরে সঙ্গে রয়েছেন কোম্পানিটির সহকারী ব্যবস্থাপক (ক্রয়) হুজাইফা রহমান ।
জানা গেছে, তুরস্ক থেকে ৮০ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করে পার্বতীপুরের গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। শনিবার রাতে চট্টগ্রাম বন্দর থেকে গাড়িগুলো রওনা হয়। তারা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুরের মিঠাপুকুর হয়ে গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে পৌঁছাবে।